টিভি নাটকের শুটিং বন্ধের সময় বাড়লো

করোনাভাইরাস সংক্রমণ রোধে টিভি নাটকের শুটিং বন্ধের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 02:16 PM
Updated : 29 March 2020, 02:16 PM

এর আগে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখেই শুটিং বন্ধের সময় বাড়ানো হয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, “আপাতত ৪ এপ্রিল পর্যন্ত শুটিং বন্ধ থাকছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হলে শুটিং বন্ধের সময়ও বাড়ানো হবে।“

এর আগে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো। ৩১ মার্চ পর্যন্ত চলচ্চিত্রের শুটিং বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বিজ্ঞাপনের শুটিংও।