করোনাভাইরাস: মারুফ ও তার স্ত্রী আইসোলেশনে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজেদের বাসায় আইসোলেশনে আছেন চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী রাইসা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 05:55 PM
Updated : 28 March 2020, 05:55 PM

প্রথমে স্ত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর শুক্রবার থেকে মারুফও জ্বর-গলাব্যথা আইসোলেশনে আছেন বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন তার বাবা কাজী হায়াত।

তবে এখনও তাদের পরীক্ষা করানো হয়নি বলে জানান এ পরিচালক।

“তারা করোনার পরীক্ষা করেনি। ওষুধ খাচ্ছে আর বাসাতেই আইসোলেশনে আছে। ওখানে হাসপাতালে খুব ভিড়, কেউই যেতে চায় না। করোনার মধ্যে হাসপাতালের অবস্থা খুবই খারাপ।”

২০১৩ সালে নিউ ইয়র্ক প্রবাসী রাইসাকে বিয়ে করেন মারুফ; দুই সন্তানকে নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তারা। তারা দু’জনেই সেখানকার নাগরিক।

সতকর্তা অবলম্বনে তাদের সন্তানকে তাদের থেকে আলাদা রাখা হচ্ছে বলেও জানান কাজী হায়াত; সুস্থ হওয়ার পর দেশের ফেরার কথা রয়েছে তাদের।

২০০২ সালে বাবার পরিচালনায় ‘ইতিহাস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান কাজী মারুফ। এরপর ক্যাপ্টেন মারুফ, সর্বনাশা ইয়াবা, অন্ধকার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে তাকে।