দোকানির উদারতায় মুগ্ধ বান্না

’আশ্রয়’সহ একাধিক দর্শকপ্রিয় নাটকের নির্মাতা মাবরুর রশীদ বান্না এবার চলতি পথে সাহায্যের হাত বাড়ালো দুস্থদের দিকে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 11:06 AM
Updated : 26 March 2020, 11:50 AM

করোনাভাইরাসের প্রভাবে শহর যেমন খালি হচ্ছে- তেমন ভাবেই কাজ ছাড়া দিন কাটাচ্ছেন দিন মজুরেরা। শুধু যে শ্রমিকরাই খালি হাতে সময় কাটাচ্ছেন তা নয়। এই তালিকায় সবজিওয়ালা থেকে যুক্ত হচ্ছে রিকশাচালকেরাও। কারণ সবাই যেভাবে হোক ঘরে সময় কাটাচ্ছে।

বান্নার কেনা সদাইপাতি

এমন সময়ে নিজের নিত্য পসার কিনতে মুদি দোকানে গিয়ে আরও কয়েকটি ব্যাগ তৈরি করতে বলেন বান্না দোকানদারকে। বান্না তার সামাজিক মাধ্যমে লিখেছেন একটি আবেগভরা পোস্ট। সেখানে দোকানদারকে নিয়ে লিখেছেন।

তিনি লিখেছেন, ‘এখানে যাকে দেখা যাচ্ছে তিনি একজন মুদীর দোকানদার । তাকে বললাম আমার আইটেমগুলো এবং বললাম পারলে পলিথিন এ প্যাকেট করে দেন ভাই আলাদা আলাদা করে । উনি আমার ইচ্ছা বুঝতে পেরে বললেন - ভাই, আপনি খুব ভালো একটা কাজ করতাছেন আমি আপনার এইখান থেকে কোন লাভ করবো না” আমি তো শুনে অবাক!”

এরপর দোকানির মহানুভবতায় বান্না তার বিনালাভের কারণে আরও বেশি সদাই কিনতে পারেন।

যে দোকানির কাছ থেকে সদাই কিনলেন বান্না

বান্না গ্লিটজকে বলেন, “সাধারণত আমরা দেখি দোকানিরা বেশি দাম রাখে। কিন্তু তার বিনালাভে বিক্রয় করার উদারতা আমাকে মুগ্ধ করেছে। তাই আরও দুটো পরিবারকে আমি সহায়তা করতে পেরেছি।”

এরপর বান্না চলতি পথে এই সাহায্য দেন চোখে পড়া দুস্থদের মাঝে ।

এরআগে অন্তত পনেরজন ইউনিট-কর্মীদের সাধ্যমত বিকাশে অর্থ পাঠিয়ে পাশে থাকার চেষ্টা করেছেন বান্না।

তরুন এই পরিচালক গ্লিটজকে বলেন, “সবাইকে হয়তো সাহায্য করতে পারবো না। কিন্তু সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে চাই।”