স্বাধীনতার গান ‘সাগর সাগর রক্ত দিয়ে আজ পেয়েছি’

গৌরবময় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে বেশ কয়েকটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 07:23 AM
Updated : 26 March 2020, 07:23 AM

তার লেখা গানগুলোতে বাংলা মায়ের অপরূপ রূপ, মাতৃভূমির প্রতি ভালোবাসা, সংগ্রাম, আত্মোৎসর্গ, এবং চূড়ান্ত বিজয়ের কথা চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। ধ্বণিত হয়ে স্বাধীনতার জয়গান।

মাহবুবুল এ খালিদের লেখা স্বাধীনতার গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সাগর সাগর রক্ত দিয়ে আনলো যারা’ শিরোনামের গানটি। যাতে গীতিকার নিজেই সুর দিয়েছেন। আর কণ্ঠ দিয়েছেন নন্দিতা। বুধবার মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ‘খালিদ সংগীত’-এ গানটির একটি মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। একই সাথে গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ গানটির অডিও ও ভিডিও প্রকাশিত হয়েছে।

‘সাগর সাগর রক্ত দিয়ে আজ পেয়েছি’ শিরোনামে মাহবুবুল এ খালিদের লেখা আরেকটি গানের সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। যুগল কণ্ঠে গানটি গেয়েছেন স্মরণ এবং রাজীব। গানটির কথা ও সুরে আমাদের স্বাধীনতা ও বিজয়ের জয়গান ধ্বণিত হয়েছে।

এ ছাড়াও মাহবুবুল এ খালিদের লেখা ও সুরে ‘মা তোমার ভাবনা কোথায়’ শিরোনামের গানে আমাদের প্রিয় দেশমাতৃকার প্রতি অন্যায়-অত্যাচার এবং ত্রিশ লাখ শহীদের আত্মদানের কথা তুলে ধরা হয়েছে। যাতে কণ্ঠ দিয়েছেন স্মরণ এবং প্রিয়াংকা বিশ্বাস।