গণ-জমায়েত এড়াতে অনন্ত জলিলের ত্রাণ বিতরণ স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী গণ-জমায়েতের আশঙ্কায় চলচ্চিত্রের বেকার ও অসচ্ছল শিল্পীদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করেলেন অভিনেতা, প্রযোজক ও গার্মেন্ট ব্যবসায়ী অনন্ত জলিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 01:01 PM
Updated : 25 March 2020, 01:01 PM

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বৃহস্পতিবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির আয়োজনে ভিন্ন ভিন্ন দুই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রায় ৪০০ লোকের সমাগম হওয়ার আশঙ্কা করছেন এ চিত্রনায়ক।

এ আয়োজনে বেকার ও অসচ্চল শিল্পীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মাস্ক, গ্লাভস বিতরণের পরিকল্পনা ছিল এ নায়কের।

সরকারের তরফ থেকে সব ধরনের গণ-জমায়েত বন্ধ করে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশনাকে সমর্থন জানিয়ে আয়োজনটি স্থগিতের কথা জানালেন অনন্ত জলিল; পরবর্তীতে সুবিধাজনক সময়ে এটি সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ঈদুল আযহায় অনন্ত জলিলে ‘দিন দ্য ডে’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন স্ত্রী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবিটি পরিচালনা করছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম।