করোনাভাইরাস: দুই সপ্তাহের জন্য শিল্পকলায় অনুষ্ঠান স্থগিত

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নসহ সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 11:09 AM
Updated : 17 March 2020, 11:09 AM

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তনে নাটক মঞ্চায়নসহ সব ধরনের অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি থাকলেও তা করোনাভাইরাসের কারণে স্থগিত করে শিল্পকলা  একাডেমি।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

গ্রুপ থিয়েটার  ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে শিল্পকলা একডেমি, মহিলা সমিতিসহ সারা দেশে নাটকের দলগুলোকে নির্দেশনা দিয়েছি, আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের মহড়া, নাটক প্রদর্শনী, সব সামাজিক আয়োজন বন্ধ রাখতে হবে।”

পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ মার্চের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।