করোনাভাইরাস: ২ এপ্রিল পর্যন্ত সব সিনেমা হল বন্ধ

দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সব প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 12:24 PM
Updated : 16 March 2020, 03:35 PM

চলচ্চিত্র প্রদর্শক সমিতি ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

তিনি বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সতর্ক থাকতেই সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইতোমধ্যে দেশের সব সিনেমা হলের মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, সভাপতি কাজী শোয়েব রশিদ, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এদিন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

দেশে করোনাভাইরাসের আট রোগী শনাক্ত হওয়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে ইতোমধ্যে সবার প্রতি আহ্বান রেখেছে আইইডিসিআর।

বিষয়টি বিবেচনায় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’, জি-ফাইজের ওয়েব ফিল্ম ‘যদি…কিন্তু…তবু’র শুটিং স্থগিত করা হয়েছে।

মুক্তি স্থগিত রাখা হয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ চলচ্চিত্রের।

২৭ মার্চ নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্তের কারণে সেটিও আটকে গেল।