প্রচারণায় নেই ইরফান, মুক্তি পাচ্ছে ‘আংরেজি মিডিয়াম’

নিউরো এন্ডোক্রিন টিউমারের শিকার অভিনেতা ইরফান খান তার অসুস্থতার দিনগুলো পার করছেন। ওদিকে মুক্তির জন্য তৈরি তার নতুন সিনেমা ‘আংরেজি মিডিয়াম’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 06:46 AM
Updated : 12 March 2020, 06:46 AM

১৩ তারিয়ে মুক্তি পাচ্ছে ‘হিন্দি মিডিয়াম’ ছবিটির সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’। বরাবরের মতন এই ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইরফান খান।

দুই বছর বিরতির পর তিনি আবার ফিরে আসছেন রূপালি পর্দায়। যদিও প্রচারণায় অংশ নিতে পারছেন না শারীরিক অবস্থার অবনতির কারণে।

এই অসুস্থতার দিনগুলোতে ইরফান খান দিন পার করেছেন গান শুনে। আর যে গানটি তিনি নিয়মিত শুনছেন তা হলো - ‘লাগ যা গালে কে ফের ইয়ে হাসি রাত হো না হো’। লতা মুঙ্গেশকরের গাওয়া এই গানটির অর্ত হলো, ‘এসো আলিঙ্গনে- হয়তো এমন রাত নাও আসতে পারে, হয়তো নাও হতে পারে দেখা’।

যদিও গানটি রোমান্টিক জুটির উপর দৃশ্যায়িত করা হয়েছে, ইরফানের কাছে মনে হয়েছে কথাগুলো খুব মূল্যবান।

’আসলেই হয়তো আর দেখা নাও হতে পারে’- বলেন ইরফান একটি সাক্ষাৎকারে।

ঐ সাক্ষাৎকারে ইরফান আরও বলেন, “মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকার থেকে কষ্টের আর কিছু নেই এই পৃথিবীতে।”

প্রসঙ্গত দির্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ইরফান খান মাঝে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই ফের ক্যান্সারের শিকার হন তিনি।

বর্তমানে তিনি চিকিৎসা করাচ্ছেন লন্ডনে।

১৩ মার্চ মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ‘আংরেজি মিডিয়াম’য়ের পরিচালক  হোমি আদাজানিয়া।

‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। এটি মূলত ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল। এতে আরও অভিনয় করেছেন রাধিকা মদন, ডিম্পল কাপাডিয়া, রণবীর, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।