কী হয়েছিল ডিপজলের?

ঠাণ্ডাজনিত সমস্যায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় খলনায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 12:02 PM
Updated : 8 March 2020, 12:38 PM

শনিবার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে হয়ে চিকিৎসা নিয়ে রোববার সকালে বাসায় ফিরেছেন বলে গ্লিটজকে জানান চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক; যিনি ডিপজলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

ফারুক বলেন, “ডিপজলের তেমন কিছুই হয়নি। ঠাণ্ডা লেগেছিল; সঙ্গে সঙ্গে চট করে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা গিয়ে দেখি সুস্থ হয়ে গেছে। তারপরও হাসপাতালে গিয়েছে বলে ডাক্তাররা বলল, টেস্ট করে দেখি, চারদিকে হাবিজাবি হচ্ছে। টেস্টে কিছুই পাওয়া যায়নি।”

এ অভিনেতা এখন বাসায় বিশ্রামে আছেন বলে জানান তিনি; ডিপজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

এর আগে ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি; তার হার্টে রিং পরানো হয়।

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান এই খলঅভিনেতা। এফআই মানিকের পরিচালনায় তার ‘সৌভাগ্য’ নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে।