১০ জন নারী ও ১০ জন পুরুষ নির্মাতার জন্য কক্সবাজারে কর্মশালা

২০ জন তরুণ নির্মাতাদের নিয়ে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে  ‘ওয়ার্কশপ এনকারেজিং ফিল্ম অ্যন্ড ওয়েব কন্টেন্ট অন সোশাল ইস্যু’- শীর্ষক  একটি কর্মশালা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 07:10 AM
Updated : 6 March 2020, 07:10 AM

এর আগে এউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অ্যালমোনাই থিমেটিক ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেমিনার অনুষ্ঠিত হয় ২০১৯ সালের নভেম্বরে। যেখানে অংশ নেন বাংলাদেশের তিনজন প্রতিনিধিসহ সারাবিশ্বের ৩২ জন প্রতিনিধি।

সেই সেমিনার থেকে এই ওয়ার্কশপের সূচণা ঘটে। বাংলাদেশের পক্ষে ওয়ার্কশপের প্রজেক্ট লিড শাহলা ইসলাম রোদশী জানান, “তরুণ চলচ্চিত্র নির্মাতারা প্রায়ই প্রতিকূলতার মুখোমুখি হয়। সেই অবস্থা সামলে সৃজনশীল কাজ করার আকাঙ্খাকে টিকিয়ে রাখার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এই কর্মশালাতে একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাটির প্রজার দেশে’র পরিচালক এবং নির্বাহী প্রযোজক বিজন ইমতিয়াজ এবং আরিফূর রহমান উভয়েই প্রশিক্ষক হিসেবে নির্দেশনা দেবেন।

তিনটি ধাপে এই কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে পাইলট হিসেবে ফিল্ম বানানোর সুয্গে পাবে অংশগ্রহণকারীরা।

ওয়ার্কশপ সম্পর্কিত সব খরচ আয়োজকদের পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ওয়ার্কশপের জন্য ১০ জন নারী এবং ১০ জন পুরুষ তরুণ নির্মাতাকে নির্বাচিত করা হবে আবেদনের ভিত্তিতে।

আবেদনের জন্য এই লিংকে পাওয়া যাবে খোঁজ- খবর:

https://forms.gle/wLqCLfEcqzYxAqpq7