বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনার চরিত্রে ফারিয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ ও শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে চূড়ান্ত করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 11:26 AM
Updated : 3 March 2020, 11:26 AM

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে; এতে এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৫০জন অভিনয়শিল্পীর তালিকা দেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করছেন।

এছাড়াও এতে আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু অভিনয় করছেন।

ছবিটির নাম নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’। এর আগে ছবিটির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালকে।

মুজিববর্ষের শুরুর দিন ১৭ মার্চ থে‌কে ছ‌বি‌টির দৃশ্যধরণ শুরু হচ্ছে এফডিসিতে; ইতোমধ্যে সেট নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সা‌লের মা‌র্চের ম‌ধ্যে ছ‌বিটি মু‌ক্তি দেওয়া হ‌বে।

ছবি‌তে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় থাক‌ছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

অভিনয়শিল্পীদের তালিকা: