চলে গেলেন সুরকার সেলিম আশরাফ

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ বহু জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ চলে গেলেন না ফেরার দেশে।

গ্লিটজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 04:37 AM
Updated : 2 March 2020, 05:36 AM

রোববার গভীর রাতে বনশ্রীতে নিজের বাসায় এই সুরকারের মৃত্যু হয় বলে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান।

আশরাফের মৃত্যুর খবর জানিয়ে তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।"

সেলিম আশরাফ বেশ কয়েক বছর ধরে শ্বাসকষ্ট ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গতবছরও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। 

বিশ্বজিৎ রায় জানান, সেলিম আশরাফ মরদেহ সোমবার বেলা ১১টায় বিটিভি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।