‘মিজান অ্যান্ড ব্রাদার্সে আছি, এলআরবিতেও আছি’

‘ওয়ারফেইজ’ থেকে বেরিয়ে বছর তিনেক আগে ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’ নামে নতুন ব্যান্ড গঠনের পর গত বছরের অগাস্টে ‘এলআরবি’র ভোকাল হিসেবেও যোগ দেন মিজান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 04:07 AM
Updated : 5 Feb 2020, 04:07 AM

নিজের ‘সক্ষমতা’ থেকে একযোগে দুই ব্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বললেন তিনি।

মাস খানেক আগে বরিশালে কনসার্টের পর চলতি মাসের ১৫ তারিখে কুমিল্লার টাউন হলের মাঠে ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’র ব্যানারে কনসার্টে অংশ নিচ্ছেন বলে জানান এ ভোকাল। পাশাপাশি ‘এলআরবি’র সঙ্গে নিয়মিত পরিবেশনার পরিকল্পনার কথা জানান তিনি।

মিজান গ্লিটজকে বলেন, “আমার ক্যাপাবলিটি থাকলে এলআরবিও মেইটেইন করতে পারি আবার ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’ও মেইনটেইন করতে পারি। যখন দেখছি আর হচ্ছে না তখন চলে আসব। কিন্তু আমি এখন দুই ব্যান্ডেই কাজ করতে সক্ষম।”

নিজের ভালোলাগা ও ভালোবাসার জায়গা থেকে এলআরবিতে কাজ করছেন বলে জানান মিজান।

“বাচ্চু ভাই আমাদের বড়ভাই, তাদের হয়ে কাজ করতে পারাও তো আনন্দের বিষয়। আর ‘মিজান অ্যান্ড ব্রাদার্স তো নিজের হাতে গড়া ব্যান্ড; ফলে সেখানে তো আছিই।”

মিজান অ্যান্ড ব্রাদার্সের লাইনআপ

গিটারে জামান ও শাহরিয়ার হিমেল, ড্রামসে সেতু, কি-বোর্ডে শাওন, বেইজ গিটারে জয়, ভোকালে মিজান।