বইমেলায় তাদের বই

এবারের বইমেলায় আবুল হায়াত, মাকসুদুল হক, আসিফ আকবর, অনিমেষ আইচ, লোপা হোসেইন, শানারেই দেবী শানু ও পুতুল বই আসছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 05:29 AM
Updated : 3 Feb 2020, 11:31 AM

আবুল হায়াতের তিনটি বই আসছে বইমেলায়। এর মধ্যে প্রিয় বাংলা প্রকাশনী থেকে আসবে গল্পের বই ‘টাইম ব্যাংক’ ও পাঁচটি নাটক নিয়ে ‘প্রিয় অপ্রিয়’; পুস্তক প্রকাশনী থেকে ‘আষাঢ়ে’ নামে আরও একটি গল্পের বই আসছে এ বর্ষীয়ান অভিনেতার।

আজম খানকে নিয়ে লেখা ‘হিস্ট্রি অব বাংলাদেশ রক: দ্য লিগেসি অব আজম খান’ বইয়ের অনুবাদ ‘বাংলাদেশের রকগাথা: আজম খানের উত্তরাধিকার’ প্রকাশ করছে বুকিশ প্রকাশন। বইটি অনুবাদ করেছেন কবি ও অনুবাদক তানভীর হোসেন।

‘পোটকরা টু ম্যানহাটন’ নামে নিজের লেখা প্রথম বই নিয়ে আসছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

তাম্রলিপি প্রকাশনী থেকে আসছে নির্মাতা অনিশেষ আইচের উপন্যাস ‘যামিনী’।

লিপস্টিক’ নামে উপন্যাস নিয়ে আসছেন লাক্সতারকা শানারেই দেবী শানু।

আমার একটা তুমি চাই’ শিরোনামে উপন্যাস নিয়ে আসছেন সংগীতশিল্পী লোপা হোসেইন।

আরেক সংগীতশিল্পী পুতুলের উপন্যাস ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃন্তান্ত’ প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী।