ঢাকার চলচ্চিত্রে গাইলেন বলিউডের আরমান মালিক

তরুণ পরিচালক এম এ রহিমের ‘শান’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বলিউডের সংগীতশিল্পী আরমান মালিক।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 11:01 AM
Updated : 21 Jan 2020, 11:01 AM

‘বল দো না জারা’, ‘ওয়াজাহ তুম হো’, ‘রোম রোম রোমান্টিক’র মতো গানে বলিউডে সাড়া ফেলে দেওয়া এ শিল্পী ঢাকার এ চলচ্চিত্রের ‘দেখলে তোমাকে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন।

এক ভিডিও বার্তায় আরমান মালিক বলেন, “খুব সুন্দর একটি বাংলা গানে কণ্ঠ দিলাম। গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে।”

আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে এ গানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আরেক বলিউডি সংগীতশিল্পী পলক মুছল। মুম্বাইয়ের এক স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

বছর দুয়েক আগে ‘তোর কারণে’ শিরোনামে আরেক বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছিলেন আরমান মালিক। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর ও সংগীত করেছিল অ্যাপিরাস ব্যান্ড।

‘শান’ চলচ্চিত্রে অভিনয় করছেন ঢালিউডের উঠতি দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরী। চলতি বছরের মাঝামাঝির দিকে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক রহিম।