এলো ‘কাঠবিড়ালি’র প্রথম গান ‘সুন্দরী কন্যা’

১৭ জানুয়ারি মুক্তির আগে নিয়ামুল মুক্তার প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালি’র ‘সুন্দর কন্যা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 05:02 PM
Updated : 8 Jan 2020, 05:03 PM

গানে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল; আট বছর আগে হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের গানে সবশেষ কণ্ঠ দিয়েছিলেন তিনি।

নাট্য ব্যক্তিত্ব প্রয়াত সেলিম আল দ্বীনের কথায় গানটি সুর করেছেন ইউসুফ হাসান অর্ক ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়নের পর এবার মুক্তি পাচ্ছে ছবিটি।

এতে এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় আবীর ও শাওন।

ছবিটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, “আমাদের স্বপ্নের ছবি কাঠবিড়ালি। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। আজ ছবিটির প্রথম গান প্রকাশ হলো। এরপর পর্যাযক্রমে দ্বিতীয় এবং তৃতীয় গানও প্রকাশ করবো। আশা করছি কাঠবিড়ালীর সবগুলো গানই দর্শকদের ভালো লাগবে।”

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা 'চিলেকোঠা ফিল্মস' এর ব্যানারে নির্মিত 'কাঠবিড়ালী' পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।