আতিকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডোনার’

ভালোবাসা দিবসে ‘ডোনার’ শিরোনামে ৩০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নির্মাতা নুরুল আলম আতিক; এতে অভিনয় করছেন তারিক আনাম খান ও ফজলুর রহমান বাবুর মতো পরীক্ষিত অভিনেতা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 01:31 PM
Updated : 16 Dec 2019, 01:32 PM

ভিন্ন ভিন্ন গল্পে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য নিয়ে সাজানো হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈ চৈ-এর অরিজিনাল সিরিজ ‘পাঁচফোড়ন’; এতে ‘ডোনার’ ছাড়াও আরও চারটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন বাংলাদেশ ও ভারতের চার নির্মাতা।

আতিক গ্লিটজকে বলেন, “ডোনার’র গল্পটি ভালোবাসার গল্প; এই ভালোবাসা যে কোনো ধরনের ভালোবাসা হতে পারে। বাবা-মা কিংবা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা।”

আসছে ভালোবাসা দিবসে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হৈ চৈ-এ ধারাবাহিকভাবে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি গল্প সম্প্রচার করা হবে। ইতোমধ্যে তার গল্পের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে জানান ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের এ নির্মাতা।

তারিক আনাম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তরুণ প্রজন্মের দুই অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া ও ইয়াশ রোহান।

চিত্রগ্রহণে আছেন সুমন সরকার, সহকারী পরিচালক রাজিব রাফি ও শ্যামল শিশির, রূপসজ্জায় ফরহাদ রেজা মিলন, পোশাক পরিকল্পনায় সেরা, শিল্প নির্দেশনায় দেওয়ান রবি।