মধুচন্দ্রিমার ফাঁকে বিদ্যা অর্জনে মিথিলা

স্বামী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দাম্পত্য জীবন রঙিন করে তুলতে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমার ফাঁকে পিএইচডিতে নিবন্ধনও করে ফেললেন রাফিয়াথ রশিদ মিথিলা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 12:10 PM
Updated : 10 Dec 2019, 12:26 PM

৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের পর রোববারই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেন নবদম্পতি। মধুচন্দ্রিমার মাঝে জেনেভার ইউনিভার্সিটি দ্য জেনেভায় পিএইচডিতে নিবন্ধন করার কথা ছিল মিথিলার।

বিশ্ববিদ্যালয়ে দু’জনের তোলা একটি ছবি ইনস্টগ্রামে পোস্ট করে মিথিলার জন্য শুভকামনা জানিয়েছেন।

বলিউডের হিট চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র সিমরান হিসেবে মিথিলাকে সম্বোধন করে কলকাতার নির্মাতা লিখেন, ‘যা সিমরান যা, কার লে আপনি পিএইচডি!’

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মধুচন্দ্রিমা শেষে সপ্তাহখানেক পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বেশ কয়েক মাস ধরেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল দুই দেশে গণমাধ্যমে; বিয়ের আগ অব্দি একে অপরকে বন্ধু বলে পরিচয় করিয়ে দিলেও বিয়ের মধ্য দিয়ে প্রেমের গুঞ্জনের পরিসমাপ্তি ঘটে।

মিথিলার ফুফাত ভাই সংগীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তাদের পরিচিত হওয়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে।