আমজাদ হোসেন স্মরণে পরিচালক সমিতি

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনকে প্রথম ‍মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করবে চলচ্চিত্র পরিচালক সমিতি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2019, 03:01 PM
Updated : 9 Dec 2019, 03:01 PM

চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন থাইল্যান্ডের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৪ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান।

প্রথম মৃত্যুবার্ষিকীতে দিনভর নানা আয়োজনে গুণী এ চলচ্চিত্রকারকে স্মরণ করার পরিকল্পনার কথা গ্লিটজকে জানালেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

তিনি বলেন, “সকালে কোরআন খতম দেওয়া হবে, আলোচনা অনুষ্ঠান; জোহরের পর মিলাদ ও মিলাদ শেষ তবারক বিতরণ করা হবে। “

১৯৪২ সালের ১৪ অগাস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন চিত্র পরিচালনার বাইরে লেখক, গীতিকার, অভিনেতা হিসেবেও পরিচিত।

‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৬১ সালে রুপালি পর্দায় তার আগমন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় তিনি বেশি সময় দেন।

১৯৬৭ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘খেলা’। সাড়া জাগানো চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র চিত্রনাট্য লেখায় জহির রায়হানের সঙ্গে আমজাদ হোসেনও ছিলেন।

তার ‘নয়নমনি’, ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রও দর্শক ও বোদ্ধামহলের প্রশংসা পায়। তার লেখা ও নির্মিত টিভি নাটকও ছিল জনপ্রিয়।

গান লেখায়, চিত্রনাট্যে ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।