সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ঘিরে আয়োজিত বিপিএলের উদ্বোধনী কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসে পৌঁছেছেন দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 09:51 AM
Updated : 8 Dec 2019, 09:51 AM

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা রোববার সকালে এসে ঢাকায় পৌঁছেছেন। মূল মঞ্চে উঠার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন।

রোববার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিবির সূচি অনুযায়ী, রাত সাড়ে ৯টায় মঞ্চে নৃত্য পরিবেশন করবেন ক্যাটরিনা কাইফ; সালমান খানের পরিবেশনা থাকবে ১০টায়।

এর আগে বিকেল ৫টা ২৫ মিনিটে ‘ডিরকস্টার’ খ্যাত শুভর পরিবেশনা দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। বিকেল ৫টা ৩৫ মিনিটে পারফর্ম করবেন রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ।

রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগমের পরিবেশনা, সাড়ে ৮টায় লেজার শো, ৯টায় গান শোনাবেন কৈলাস খের।

তিনটি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী আয়োজন-গাজী টিভি, মাছরাঙা ও নিউজ ২৪। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থাও করছে বিসিবি।