ইলশেগুড়ি ছন্দের প্রেমে বন্ধনে সৃজিত-মিথিলা?
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2019 12:34 PM BdST Updated: 06 Dec 2019 01:12 PM BdST
৬ ডিসেম্বরেই বিয়ে! ভারতের সৃজিত আর বাংলাদেশের মিথিলার। এমনটি দাবি করেছে ভারতের একটি স্থানীয় পত্রিকা।
আর এই বিয়ের জন্যেই এই মুহূর্তে ভারতে আছেন মিথিলার পরিবার। সঙ্গে নিয়ে গেছেন ইলিশ মাছ- জামাইয়ের রসনা বিলাসের জন্য।
আর তাতেই চাঙা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মিডিয়াপাড়া।
বাংলাদেশের অভিনয় শিল্পী এবং উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির প্রেমের গুঞ্জন বেশ অনেকদিন ধরে এপার-ওপার বাংলায়।
মিথিলার ব্যক্তিগত কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃজিত তাকে নিয়ে ইতিবাচক একটি পোস্ট দেন। তাতে গুঞ্জন আরও পোক্ত হয়।
অবশেষে ৬ ডিসেম্বর সন্ধ্যায় তারা বিয়ে করবেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমে এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন দুজনই।
কলকাতার অনলাইন সংবাদমাধ্যম, ‘এই সময়’ এই বিয়ে নিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিয়ে উপলক্ষ্যে ঢাকা থেকে মিথিলার পরিবার নিয়ে গেছেন দুই কেজি ওজনের চারটি ইলিশ মাছ।
আজ সন্ধ্যায় রেজিস্ট্রি করে বিয়ে হবে।
সৃজিত ও মিথিলাকে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে একসঙ্গে দেখা গিয়েছিলো এর আগে।
মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। এরপর প্রেমটা ইলশেগুড়ি ছন্দেই হয়েছে! আর এখন হতে যাচ্ছে প্রণয়।
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি