ছাড়পত্র পেল ‘মায়া’, মুক্তি ২৭ ডিসেম্বর

নির্মাতা মাসুদ পথিকের চলচ্চিত্র ‘মায়া-দ্য লস্ট মাদার’র একাধিক ‘যৌনদৃশ্যে’ ও একটি সংলাপ কর্তনের পর মুক্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 12:00 PM
Updated : 5 Dec 2019, 12:00 PM

বুধবার চলচ্চিত্রটির পরিচালকের হাতে সেন্সর সনদপত্র তুলে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর।

এর আগে গত বৃহস্পতিবার ছবিটি দেখার পর ‘মায়া’র একাধিক ‘যৌনদৃশ্য’ ও ‘আপত্তিকর’ সংলাপ নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড।

নিজামুল কবীর বলেন, “সেই দুইটি দৃশ্য ও একটি সংলাপ কর্তনের পর ছবির সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে।”

২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান নির্মাতা মাসুদ পথিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে মুক্তির প্রস্তুতি শুরু করেছি। নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি পাবে।”

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন' ও কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

এতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাতে গান করেছেন ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজ।