যানজটের কথা মাথায় রেখেই রওনা দেওয়া দরকার- ওমর সানি

ডিসিআরইউ’র উদ্যোগে দুর্নীতি ও মাদক বিরোধী সেমিনারে পৌঁছে বিশেষ অতিথির একাংশকে না পেয়ে এই মন্তব্য করেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 01:20 PM
Updated : 2 Dec 2019, 01:20 PM

রাজধানী ঢাকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত বিনোদন ও সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ)’য়ের আয়োজনে সম্প্রতি হয়ে গেল ‘দুর্নীতি ও মাদক নির্মূলে দরকার মানসিক পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সেখানে নির্ধারিত সময় অনুযায়ী মঞ্চে উপবিষ্ট হওয়ার কথা ছিল সাংবাদিকসহ, শিল্পী কলাকুশলীদেরও। কিন্তু যথা সময়ে নায়ক ওমর সানি অনুষ্ঠান স্থলে পৌঁছে মঞ্চে কাউকে না দেখে খানিকটা অবাকই হন।

বলেন, ”সবাই তো ট্রাফিকে আটকে থাকতে পারে না। রাস্তার যানজট এখন আমাদের জন্য সাধারন ঘটনা। বিষয়টা মাথায় রেখে বের হলেই অন্যকে অপেক্ষা করতে হয় না।”

চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেতা ওমর সানিকে সম্প্রতি দেখা গেছে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেও। পাশাপাশি চলচ্চিত্রকেন্দ্রিক নানা রকমের আয়োজনে তার সরব উপস্থিতি দেখা যায় হরদম।