বিশ্ব এইডস দিবসের গান

এইডস সচেতনতা নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা গানের শিরোনামও ‘এইডস’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 05:24 AM
Updated : 2 Dec 2019, 05:24 AM

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। দ্বৈত কণ্ঠের গানটি গেয়েছেন মেহেদি হাসান এবং লুইপা।

গানটি মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, এইডস থেকে দুরে থাকা খুব কঠিন কিছু নয়। শুধু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে এবং মানতে হয়। এইডস নিয়ে লুকোছাপা করা ঠিক নয়। এই রোগ থেকে রক্ষা পেতে সতর্ক হওয়া এবং সচেতন থাকা প্রয়োজন। এইডস আক্রান্তরা অচ্ছুত নয়। সবারই উচিত তাদের প্রতি সহমর্মী হওয়া। ‘এইডস’ গানটি এমন সচেতনতামূলক কথায় সাজানো হয়েছে। আশা করছি গানটির মাধ্যমে সবাই এইডস সম্পর্কে আরো ভালো বুঝতে পারবেন এবং এই রোগ থেকে দূরে থাকতে পারবেন।

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয়ে আসছে। বিশ্ব এইডস দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গান লিখেছেন সমাজসচেতন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

শ্রোতাদের জন্য ‘এইডস’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন কোড পাওয়া যাবে ‘খালিদ সংগীত’ ওয়েবসাইটে।