শিল্পকলায় শুরু হল নাগরিকের ‘নতুনের উৎসব’

আয় নাটকের অঙ্গনে আহ্বানে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নতুনের উৎসব’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2019, 07:57 PM
Updated : 29 Nov 2019, 07:57 PM

নাগরিক নাট্য সম্প্রদায়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এই নাট্য উৎসবের উদ্বোধন হয়। এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চার পথিকৃৎ নাগরিক নাট্য সম্প্রদায়। ২০১৮ সালে এ দলটি উদযাপন করেছে প্রতিষ্ঠার ৫০ বছর এবং দর্শনীর বিনিময়ের নাট্যচর্চার ৪৫ বছর।

১৯৭৩ সালে বাদল সরকারের লেখা ‘বাকী ইতিহাস’ নাটক মঞ্চায়নের মাধ্যমে নিয়মিত দর্শনীর বিনিময়ে নাট্যচর্চা শুরু করে নাট্যদলটি।

প্রধান অতিথি হিসেবে নাট্য উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ। সভাপতিত্ব করেন নাগরিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক অভিনেত্রী সারা যাকের।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বালন করেন অভিনেত্রী-নির্দেশক সামিনা লুৎফা নিত্রা, তনিমা হামিদ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, হৃদি হক ও সাধনা আহমেদ।

মঞ্চে নারী নাট্যকর্মীদের অবদান তুলে ধরতেই তাদের দিয়ে প্রদীপ জ্বালানো হয় বলে জানান আয়োজকরা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, “বর্তমান সরকার সংস্কৃতি চর্চার পৃষ্ঠপোষকতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। সারা দেশেই সংস্কৃতি চর্চায় সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা অব্যাহত রয়েছে।”

রামেন্দু মজুমদার বলেন, “বাংলাদেশের নাট্যচর্চায় নাগরিক গুরুত্বপূর্ণ একটি দল। বাংলাদেশে নাগরিক প্রথম দল যারা বিশ্বের স্বনামধন্য নাট্যকারদের নাটক আমাদের সামনে তুলে ধরেছে।”

আতাউর রহমান বলেন, “মঞ্চনাটক শুধু বিনোদন নয়, এটা গণশিক্ষার মাধ্যম। মঞ্চ সত্য কথা বলে। মঞ্চ সর্ববিদ্যার আধার।”

সারা যাকের বলেন, “নাগরিক নাট্য সম্প্রদায় তরুণদের তুলে ধরতে চায়। সে কারণেই এ উৎসবের আয়োজন, যাতে তরুণ প্রজন্ম মঞ্চে তাদের মেলে ধরার সুযোগ পায়।”

প্রথম দিন মঞ্চস্থ হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন প্রযোজনা ‘কালো জলের কাব্য’। নাটকটির নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। উইলিয়াম শেকসপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিসের’ ভাবানুবাদে করা নাটকে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর।

শনিবার মঞ্চস্থ হবে শামীম সাগর নির্দেশিত সুনামগঞ্জের বন্ধন থিয়েটার ও প্রসেনিয়াম থিয়েটারের যৌথ নির্মাণ ‘রাধারমণ’।

নাগরিক নাট্যাঙ্গণ বাংলাদেশ রোববার মঞ্চস্থ করবে হৃদি হকের নির্দেশনায় ‘আকাশে ফুইটেছে ফুল-লেটো কাহন’।