‘জিরো জিরো’ ড্যানিয়েল ক্রেইগ

জেমস বন্ড চরিত্রে ইস্তফা দিয়ে ‘জিরো জিরো সেভেন’ থেকে শূন্য হলেন ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 07:36 AM
Updated : 24 Nov 2019, 07:36 AM

জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো ব্রিটিশ স্পাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্রেইগকে। আর এই তথ্য নিজের মুখেই স্বীকার করেন যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি টক শো ‘দ্য লেইট শো’তে।

শুক্রবার প্রচারিত হওয়া এই অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন কোলবার্টের প্রশ্নের উত্তরে ক্রেইগ বলেন, “এটাই শেষ, আমি আর জেমস বন্ড নই।”

জেমস বন্ড সিরিজের ২০০৬ সালের ছবি ‘ক্যাসিনো রয়াল’ দিয়ে বন্ড চরিত্রে যাত্রা শুরু করেন ড্যানিয়েল ক্রেইগ। একে একে অভিনয় করেন ২০০৮ সালের ‘কোয়ান্টাম অফ সলিস’, ২০১২ সালে ‘স্কাইফল’ এবং ২০১৫ সালে ‘স্পেক্টার’ ছবিতে।

গত সপ্তাহে জার্মান ওয়েবসাইট ‘এক্সপ্রেস’-এর কাছে দেওয়া সাক্ষাৎকারে একই রকম তথ্য জানিয়েছিলেন ড্যানিয়েল।

তিনি বলেন, “এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে এগিয়ে আসতে হবে।”

“যদিও খুবই কষ্টের কাজ ছিল। তবে সাংঘাতিক রকমের সহযোগিতা পেতাম।” তিনি আরও বলেন, “এই ছবির কাজ শেষ হওয়ার পর সবচেয়ে আবেগের বিষয় হল, আমি এদের অনেকের সঙ্গে প্রায় ত্রিশ বছর ধরে কাজ করছি।”

ড্যানিয়েল ক্রেইগের পর কে হচ্ছেন নতুন জেমস বন্ড তা এখন পর্যন্ত ঠিক না হলেও গুজব ছড়িয়েছিল যে, প্রথমবারের মতো কালো ব্রিটিশ স্পাই হতে চলেছেন আরেক ইংরেজ অভিনেতা ইড্রিস অ্যালবা। যদিও সেই গুজবের আগুনে পানি ঢালেন এই অভিনেতা নিজেই।

‘নো টাইম টু ডাই’ ছবির সম্ভাব্য মুক্তির তারিখ ধরা হয়েছে ২০২০ সালের এপ্রিল মাসে।