‘ন ডরাই’র সংলাপে সেন্সর বোর্ডের আপত্তি

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘ন ডরাই’র বেশ কিছু সংলাপে আপত্তি তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 09:34 AM
Updated : 21 Nov 2019, 10:01 AM

সেন্সর বোর্ডের সদস্যরা মঙ্গলবার ছবিটি দেখেছেন; চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছবির বেশ কিছু সংলাপ অন্য অঞ্চলের মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে বলে পর্যবেক্ষণে জানিয়েছে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববারের দিকে চিঠি পাঠিয়ে প্রযোজকদের বিষয়টি অবহিত করব। সংলাপগুলো ঠিকঠাক করে আবার আমাদের কাছে ছবিটি জমা দিলে আবার দেখে সিদ্ধান্ত জানাবো।”

স্টার সিনেপ্লেক্সের কর্তাব্যক্তি মাহবুব রহমানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

বিষয়টি নিয়ে প্রযোজক ও পরিচালক কারও বক্তব্য পাওয়া যায়নি।

২৯ নভেম্বরে মুক্তির পরিকল্পনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সপ্তাহ দুয়েক আগে জানিয়েছিলেন অংশু; তবে সেন্সরের জটিলতায় নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হলো।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ।