চলচ্চিত্র পরিচালক সি বি জামান হাসপাতালে

লেকুনার স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সি বি জামান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 12:49 PM
Updated : 20 Nov 2019, 12:49 PM

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে শমরিতা হাসপাতালে ও পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজের স্ট্রোক সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেকুনার ইনফার্ক্ট স্ট্রোকে আক্রান্ত হয়েছে তিনি। পাশাপাশি কিডনিও বিকল আছে; রক্তে সুপারের মাত্রা কম। উনার শারীরিক অবস্থা এখন পুরোপুরি আশংকাজনক নয়; মোটামুটি ঝুঁকিপূর্ণ বলা যায়। আগামী ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ বি ম সাইদ হোসেন ও ডা. লে. কর্ণেল গোলাম কাওনাইনের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।

১৯৯০ সালে সর্বশেষ ‘কুসুম কলি’ নামের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। প্রায় ৩০ বছর পর সম্প্রতি প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল এর ‘এডভোকেট সুরাজ’ চলচ্চিত্রের পরিচালনায় হাত দিয়েছিলেন এ পরিচালক।

১৭৯৩ সালে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন সি বি জামান। 'ঝড়ের পাখি', 'উজান পাখি', 'পুরষ্কার', 'কুসুম কলি'সহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।