
বটতলা রঙ্গমেলায় স্পেনের নাটক মঞ্চস্থ
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2019 12:15 PM BdST Updated: 20 Nov 2019 12:15 PM BdST
রাজধানীর আগারওগাঁ’র মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে স্পেনের নাট্যদল ‘মুন প্যালেস’ এর পরিবেশনায় ‘ডিলেমাস উইথ মাই ফ্লামেনকো টেইলকোট’ নাটক মঞ্চস্থ হলো।
ঢাকার নাট্য সংগঠন বটতলা আয়োজিত রঙ্গমেলার তৃতীয় দিনের আয়োজনে সোমবার সন্ধ্যা সাতটায় নাটকটির প্রদর্শনী হয়। ৭০ মিনিট সময়ব্যাপ্তি নাটকটিতে অভিনয় করেন বালেরিয়া তাহেরো নাবাস।
একজন নৃত্যশিল্পী নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এই নাটকের মূল উপজীব্য। গল্পটি ইসাবেল ভালদেরামা’র- যিনি ‘সোনালী নক্ষত্র’ নামে পরিচিত, তার জীবনকে কেন্দ্র করে তৈরী হয়েছে এ নাটক। তার অভিজ্ঞতা এবং নৃত্য ও তার জীবনের গুরুত্বপূর্ণ গল্প নিয়ে তৈরী এ নাটকে ফ্ল্যামেনকো নাচ নিয়ে কি করে ধীরে ধীরে বেড়ে উঠেছে তা বলা হয়েছে।
বটতলা রঙ্গমেলায় তৃতীয় দিনের আয়োজন শুরু সন্ধ্যা ৬ টায়। উৎসবের নাদিম মঞ্চে এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভূমি পরিবেশন করে নাটক ‘আয়না বিবির পালা’। লোক আঙ্গিকের এই নাটকটি লিখেছেন মোফাজ্জল হায়দার চৌধুরী, নির্দেশনা দিয়েছেন মাসফিকুল হাসান টনি।
নাটকের পরিবেশনার পর নির্দেশকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র সম্পাদক পাভেল রহমান। এরপর সন্ধ্যা সাতটায় রঙ্গমঞ্চের মূল মিলনায়তনে স্পেনের মুন প্যালেস নাটক ‘ডিলেমাস উইথ মাই ফ্লামেনকো টেইলকোট’ মঞ্চস্থ করে।
নাটকের প্রদর্শনীর পর মঞ্চের নেপথ্য শিল্পীরা সম্মাননা জানানো হয় আলোক সহযোগী শামীমুর রহমানকে। সবশেষে দর্শকের সঙ্গে মুক্ত আড্ডায় অংশ নেন নাট্যকার, নির্দেশক ও অভিনেত্রী বালেরিয়া তাহেরো নাবাস।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- চলে গেলেন পৃথ্বীরাজ
- ঘুরে দাঁড়িয়ে মাহমুদউল্লাহদের অনায়াস জয়
- জন্ম নিয়ন্ত্রক বড়ির ক্ষতিকর দিক
- নাগরিকত্ব আইন: ফুঁসছে পশ্চিমবঙ্গও, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার ভ্রমণ সতর্কতা
- পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর