হুমায়ূন আহমেদের জন্মদিনে গল্প-গান

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি গল্প-গান প্রকাশ করেছে গানওয়ালা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 05:31 PM
Updated : 13 Nov 2019, 06:33 PM

‘যদি মন কাঁদে’ ও ‘গনি চাচার গল্প’ শিরোনামে দুটি গান ও গল্পে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে অনিন্দিতা রায় ও রাজিবুল ইসলাম।

সংগীতশিল্পী অনিন্দিতা রায় বলেন, “হুমায়ূন স্যারের প্রায় সব গল্পই পড়া হয়েছে গল্প পড়ার অনুভূতি আর গান-গল্প করার অনুভূতি একেবারেই আলাদা। কাজটা করার পর যখন নিজে শুনেছি তখন মনে হয়েছে গল্পটা আরও গভীর ছিলো। পড়ার চাইতে বেশি গভীরে ঢোকা যায় গল্প গান শোনার পর।”

বাচিক শিল্পী রাজীবুল ইসলাম বলেন, ‘জীবনের বিভিন্ন পর্যায়ে হওয়া অভিজ্ঞতা, জীবনদর্শন এবং জীবনোপলব্ধি যে পরবর্তীতে তার সৃষ্টিশীল কাজে রসদ যুগিয়েছে তা তার স্মৃতিচারণমূলক লেখাগুলো পড়লেই বোঝা যায়। শুধু তাই না, এ গল্পগুলো পড়লে প্রায়ই মিল খুঁজে পাওয়া যায় নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অভিজ্ঞতার সাথে।”