বুদ্ধদেব বসুর গল্পে মঞ্চে ‘আমরা তিনজন’

সাহিত্যিক বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ‘আমরা তিনজন’ শিরোনামে নাটক আনছে লোক নাট্যদল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 05:57 PM
Updated : 11 Nov 2019, 05:57 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।

১৯২৭ সালের ঢাকার পুরানা পল্টনের তিন বন্ধু বিকাশ, অসিত ও হিতাংশুর গল্প উঠে এসেছে এ নাটকে।

নিদের্শক বলেন, “যখন যে কাজটি করি, মনে হয় এটিই আমার প্রিয় কাজ, অনেক ভালবাসার, অনেক আদরের। ‘আমরা তিনজন’ নাটকের বেলাও তাই হয়েছে। সময়ের ফাঁকে ফাঁকে গল্পটা নিয়ে স্বপ্ন দেখি, কল্পনার রাজ্যে করি বিচরণ।”

নাটকের কুশীলব হিসেবে মঞ্চে থাকছেন লিয়াকত আলী লাকী, মাস্উদ সুমন, মূসা রুবেল, ফজলুল হক, অনন্যা নীশি, স্বদেশ রঞ্জন দাস গুপ্ত, জিয়া উদ্দিন শিপন, সোনিয়া আক্তার, শিশির কুমার রায়, অঙ্কিত বিপুল, আলী আজম।

এছাড়া মঞ্চ ব্যবস্থাপনা অঙ্কিত বিপুল, ব্যবস্থাপনা সহযোগী শিশির কুমার রায়, সেট সুজন মাহাবুব আলোক পরিকল্পনায় নাসিরুল হক খোকন, আবহ সংগীতে ইমামুর রশীদ, পোষাকে মেহজাবীন মুমু, প্রপসে অঙ্কিত বিপুল, পোস্টার ডিজাইনে আনিসুজ্জামান সোহেল, সংগীত পরিকল্পনা ও নির্দেশনায় থাকছেন লিয়াকত আলী লাকী।