
নানা হলেন ডিপজল
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2019 05:46 PM BdST Updated: 11 Nov 2019 05:47 PM BdST
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
প্রথমবারের মতো নানা হলেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে সোমবার তার মেয়ে ওলিজা মনোয়ারের কোল আলো করেন আসে এক পুত্র শিশু; নাম রাখা হয়েছে ওলসায় রহমান। মা ও ছেলে-দু’জনেই সুস্থ আছেন।
গ্লিটজকে ডিপজল বলেন, “প্রথমবারের মতো নানা হলেন। এটা আমার জন্য অনেক আনন্দের। নাতির জন্য সবার কাছে দোয়া চাইছি।”
গত বছরের জুনে ডিপজলের বড় মেয়ে ওলিজার বিয়ে হয়। তার স্বামী অর্পণ পেশায় একজন ব্যবসায়ী।
লন্ডন থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়ে পড়াশোনা করে দেশে ফিরে ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে একটি প্রতিষ্ঠান দিয়েছেন ওলিজা। পাশাপাশি বাবার প্রযোজনায় একাধিক চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- সাব্বিরের এতদিনে জাতীয় দলে জায়গা পাকা করার কথা: গিবসন
- ওই রাজাকারদের নাম বললে আমার দেশে আসা হবে না: গাফফার চৌধুরী
- ‘মুজিববর্ষে’ আসছে ২০০ টাকার নোট
- হেটমায়ারের ব্যাটিং তাণ্ডবে তছনছ ভারত
- বিপিএলের ঢাকা পর্ব যেমন কাটল দেশের ক্রিকেটারদের
- শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল
- গাজীপুরে ফ্যান কারখানার আগুনে গেল ১০ প্রাণ
- শাবনূরকে নিয়ে আজিজের ‘ফাঁকা বুলি’
- ধনাঞ্জয়ার ৫ দিনে সেঞ্চুরি, আবিদের ইতিহাস
- যে রেকর্ড শুধুই আবিদ আলির