ফরাসি গিটারবাদক কোভাঁর কনসার্ট শিল্পকলায়

রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক ধ্রুপদী গিটার কনসার্টে পারফর্ম করবেন ফরাসি গিটারবাদক তিব্যো কোভাঁ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 09:26 AM
Updated : 5 Nov 2019, 09:26 AM

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পারফর্ম করবেন প্রখ্যাত এক গিটার বাদক। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

১৩টি আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত এ গিটার বাদক ১২০টি দেশে নিউইয়র্ক কারনেজি হল, মস্কো শেকভোস্কি হল, সাংঘাই কনসার্ট হল, লন্ডন রানি এলিজাবেথ হলসহ ১০০০ বার একক পরিবেশনা করেছেন।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছেন বাংলাদেশের ফরাসি দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অরিক্স বাংলাদেশ এবং গন্ধর্বপুর জল শোধনাগার এসএনসি ( সুয়েজ বাংলাদেশ ও ওটিভি- ভেওলিয়া এর একটি যৌথ উদ্যোগ)।