ঘাসফড়িং কয়্যারের প্রথম অ্যালবাম ‘কিছু কথা কিছু গান’

সংগীতশিল্পী  আরমীন   মুসার হাত ধরে প্রতিষ্ঠিত গানের দল ‘ঘাসফড়িং কয়্যার’র প্রথম অ্যালবাম ‘কিছু কথা কিছু গান’ প্রকাশ হলো।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 05:39 PM
Updated : 22 Oct 2019, 05:39 PM

রাজধানীর শিল্পকলায় একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার সন্ধ্যায় অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী নাশিদ কামাল।

প্রায় তিন বছরের প্রচেষ্টায় প্রকাশিত এ অ্যালবামে মোট ৮টি গান রয়েছে। অ্যালবামের প্রকাশনা উপলক্ষ্যে ‘ঘাসফড়িং কয়্যার’র শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অন্যান্যের মধ্যে এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, এলিটা করিম, সভ্যতা, শিবু কুমার শীলসহ আরও অনেকে।

নাশিদ কামাল বলেন, “শৈশব থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল আরমীনের। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, ওকে সংগীতের শেকড়ের সঙ্গে যুক্ত করাতে পেরেছে। আরমীন এখন গানের দল নিয়ে নতুন কিছুর করার প্রত্যয়ে এগিয়ে চলেছে; যা আমাকে গর্বিত করছে।”

যুক্তরাষ্ট্রের বোস্টনের বার্কলে কলেজ থেকে সংগীতের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফেরার পর ২০১৫ সালে ‘ঘাসফড়িং কয়্যার’ গঠন করেন আরমীন।