অ্যাভেঞ্জারস হিসেবে থাকছে ‘স্পাইডার-ম্যান’

মার্ভেল ও সনি পিকচার্সের দ্বন্দ্বের অবসানে ‘স্পাইডার-ম্যান’ ছবির তৃতীয় কিস্তি প্রযোজনা করছেন কেভিন ফাইগি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 05:20 AM
Updated : 29 Sept 2019, 05:20 AM

যদিও অগাস্টে ঘোষণা দেওয়া হয়েছিল সনি পিকচার্স এবং ডিজনির মার্ভেল স্টুডিওর মধ্যে নতুন করে চুক্তি সম্পাদন না হওয়াতে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বাদ পড়ছেন স্পাইডার-ম্যান।

তবে শুক্রবার এল নতুন ঘোষণা।

সনি পিকচার্স ও ডিজনির মধ্যে নতুন করে চুক্তি সম্পাদন হয়েছে। সে হিসেবে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের তৃতীয় কিস্তির প্রয়োজনা করছেন মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফাইগি।

বার্তা সংস্থা ‘দি র‌্যাপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইগি বলেন, “আমি শিহরিত বোধ করছি কারণ এমসিইউ’র সঙ্গে স্পাইডার-ম্যানের যাত্রা একসঙ্গেই চলবে। আর মার্ভেল স্টুডিও’র সবাই খুবই উত্তেজিত যে আমরা একসঙ্গে কাজ করতে পারছি।”

তিনি আরও বলেন, “স্পাইডার-ম্যান’ এমন একজন হিরো যে কিনা সব বয়সিদের কাছে প্রিয়; বিশ্বব্যাপি সমাদৃত। সিনেম্যাটিক ইউনিভার্সে এই সুপার হিরোর শক্তি অতুলনীয়। তাই সনি নিজেদের মতো স্পাইডি’র ছন্দ ধরে রাখলেও ভবিষ্যতে একটা চমক অবশ্যই থাকছে।”

‘স্পাইডার-ম্যান’ ছবির তৃতীয় কিস্তি মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ২০২১ সালের ১৬ জুলাই।

আর দুই প্রতিষ্ঠানের নতুন করে চুক্তি সম্পাদনের ফলে মার্ভেল স্টুডিও’র ছবিগুলোতে ‘স্পা্ইডার-ম্যান’ চরিত্রে রূপদানকারী টম হল্যান্ডকেও দেখা যাবে।