জাজের ভোল বদল, ‘শিডিউল মেলেনি’ শ্রদ্ধার
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2019 04:31 PM BdST Updated: 28 Sep 2019 04:35 PM BdST
কাজী আনোয়ার হোসেনের স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’র প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে সুলতা চরিত্রে শ্রদ্ধা কাপুরকে নেওয়ার ঘোষণা দেওয়ার মাস খানেক পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানালো, বলিউডের এ নায়িকা তাদের শিডিউল দিতে পারেনি।
শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান ফেইসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নভেম্বর থেকে বলিউডের অন্য সিনেমাতে শিডিউল দিয়ে রাখায় ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে অভিনয় করতে পারছেন না শ্রদ্ধা কাপুর।
শ্রদ্ধা কাপুর নিশ্চিত করার আগেই কেন ঘোষণা দেওয়া হয়েছিল- সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুলতা চরিত্রে বলিউডের আরেক অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। তবে এখনই তার নাম প্রকাশ করতে নারাজ তারা।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের জন্য রবিবার আবেদন করা হবে বলে জানায় জাজ মাল্টিমিডিয়া। অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও অনুমতি পাওয়ার পর শুটিং শুরু হবে বেশ সময় লাগতে পারে বলেও ইঙ্গিত মিলেছে তাদের ভাষ্যে।
শুরুতে মরিশাসে ছবিটির ৫০ ভাগ শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও তার বদলে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকাতেও শুটিং হবে।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ের উপর উচ্চতর পড়াশোনা শেষ করে ইতোমধ্যে হলিউডে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, নির্মাতা আসিফ আকবর ও তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা।
ছবিতে ‘মাসুদ রানা’ চরিত্রে কে থাকছেন তা এখনও জানানো হয়নি। ইতোমধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রোর্ক, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ আরও বেশ কয়েকটি হলিউডের চলচ্চিত্রের অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে জাজ।
জাজ মাল্টিমিডিয়া এবার মাসুদ রানা সিরিজের তিনটি উপন্যাসের চলচ্চিত্রায়নের স্বত্ত্ব কিনে প্রথমে ১৯৬৬ সালে প্রকাশিত ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছে।
এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। তাতে নায়িকা ছিলেন কবরী ও অলিভিয়া। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি বেশ ব্যবসা করেছিল।
-
চাপে বদলে গেল অক্ষয়ের সিনেমার নাম
-
ডেপ-হার্ড, দুজনের মঙ্গল কামনা করলেন ইলন মাস্ক
-
মাদককাণ্ডের তদন্তে শাহরুখপুত্র আরিয়ানের দোষ মেলেনি
-
পল্লবী-বিদিশার পর মঞ্জুষার ঝুলন্ত লাশ
-
১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ
-
মার্শে দ্যু ফিল্মে কাদের সিনেমা যায়, কীভাবে যায়
-
মামলা তুলে নিল নগরবাউল ও মাইলস
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী