অস্কারে ইমপ্রেসের ‘আলফা’

৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্মিত চলচ্চিত্র ‘আলফা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 12:54 PM
Updated : 21 Sept 2019, 12:54 PM

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত নয় সদস্যের চলচ্চিত্র বাছাই কমিটি গত ২০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে '৯২তম অস্কার সেরা আন্তর্জাতিক কাহিনীচিত্র প্রতিযোগিতা'য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘আলফা’ চলচ্চিত্রটিকে চূড়ান্ত করে।

বাছাই প্রক্রিয়ায় ‘আলফা’ ছাড়াও অংশ নিয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ও মাসুম আজিজের চলচ্চিত্র ‘সনাতনের গল্প’।