নৌবাহিনীর দুঃসাহসিক মিশন নিয়ে রনির ‘মিশন এক্সিলেন্স’

সমুদ্রের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিশন এক্সিলেন্স’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 10:54 AM
Updated : 19 Sept 2019, 04:00 PM

দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর দুঃসাহসিক মিশনের এক রোমাঞ্চকর গল্প ‘মিশন এক্সিলেন্স’। উত্তাল সমুদ্রে যু্দ্ধ জাহাজের সাথে গোটা কয়েক মেটাল শার্ক বোটে নৌবাহিনীর সোয়াডস দল প্রস্তুত শত্রু মোকাবেলায়, মিশনে যোগ দিতে আকাশে চক্কর দিয়ে যায় হেলিকপ্টার।

কমান্ডার এম আরিফুল হক ও সিদ্দিকুর রহমানের গল্পে সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর দুঃসাহসিক মিশন নিয়ে রনির নতুনর নির্মাণ এ ‘মিশন এক্সিলেন্স’।

চলচ্চিত্রটি নির্মাণ করতে পেরে উচ্ছ্বসিত নির্মাতা। তিনি বলেন, “বিশাল আয়োজন নিয়ে উত্তাল সমুদ্রে দৃশ্যধারন করেছি, আশা করি দর্শকের ভালো লাগবে ”

রহস্য ও থ্রিলার ঘরানার ৪৮ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচারিত হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টার বিটিভির সংবাদের পর নৌবাহিনীর অনির্বাণ অনুষ্ঠানে। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্বাবধানে ও প্রযোজনায় এবছর ভিন্ন আঙ্গিকে নির্মিত হয়েছে অনির্বাণ ২০১৯। 

রনি জানান, অনির্বাণ ছাড়াও শিগগিরই দেশের অন্যান্য স্যাটালাইট চ্যানেলগুলোতেও প্রচারিত হবে ‘মিশন এক্সিলেন্স’।