‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’ বিচারক মৌসুমী, ফেরদৌস ও ফারনাজ

শনিবার দুপুরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বিচারক হিসেবে চিত্র তারকা মৌসুমী, ফেরদৌস এবং ফারনাজ আলমের নাম ঘোষণা করেন। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুধুমাত্র বিউটি কনটেস্টের মাঝে সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেরও অংশীদার হবে তিনি জানান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 07:32 AM
Updated : 14 Sept 2019, 12:55 PM

আগামী ১১ অক্টোবর বা ১২ অক্টোবর এই প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে।

লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবছরের নির্বাচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।

মৌসুমী এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে নিজের বক্তব্যে বলেন, "আমরা যারা বিচারক হিসেবে এখানে আমন্ত্রিত, আমরা জানি, আমরা কখনই বিচার প্রক্রিয়ায় সমঝোতা করবোনা! আশা করি, কর্তৃপক্ষ আমাদের যেকোন সিদ্ধান্ত গুরুত্ব দেবেন। "

উল্লেখ্য, মানুষী ছিল্লার‌কে অ‌তি‌থি ‌বিচারক হি‌সে‌বে নেওয়ার কথাবার্তা চল‌ছে। সেটা রোববার নি‌শ্চিত কর‌তে পার‌বে এবারের আয়োজক - কর্তৃপক্ষ।