বিপুল রায়হান হাসপাতালে

চলচ্চিত্রকার জহির রায়হানের বড় ছেলে নাট্যকার ও নির্মাতা বিপুল রায়হান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 03:42 AM
Updated : 14 Sept 2019, 10:17 AM

শনিবার ভোর ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান এক ফেইসবুক পোস্টে বলেছেন, চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে রাখা হয়েছে তার বাবাকে।

“বাবার অবস্থা সংকটাপন্ন এ মুহূর্তে,” লিখেছেন তিনি।

শহিদ বুদ্ধিজীবী জহির রায়হান ও সুমিতা দেবীর বড় ছেলে বিপুল এর আগে ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হন। তখন তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

৫০টিরও বেশি নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন বিপুল রায়হান। এছাড়া তিনি ‘দেয়াল' ও 'জাগে আমার প্রাণ' নামে দুটি স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।