মুক্তির আগে উৎসবে ঘুরছে ‘জলঘড়ি’

মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে আসাদ জামান নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলঘড়ি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 04:11 PM
Updated : 13 Sept 2019, 04:35 PM

ইংল্যান্ডের লিফট অব ফিল্ম ফেস্টিভালের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট’র মন্টেগোমারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

প্রতিক্রিয়ায় নির্মাতা বললেন, “একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাই কেবল জানেন এ ধারার চলচ্চিত্র নির্মাণ কতটা যাতনার, কতটা সংগ্রামের, সেই জায়গা থেকে আমাদের সকলের প্রচেষ্টার চলচ্চিত্রটি যখন কোন ফেস্টিভ্যালে যায় তখন তা আমাদের জন্য ব্যথার উপশম হিসেবে কাজ করে, উৎসাহ হিসেবে কাজ করে।”

নতুন বছরকে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনে একত্রিত হয় নানা শ্রেণী পেশার মানুষ। এমনই একটি দিনে একটি ঘটনাকে কেন্দ্র করে শহুরে কিছু অপরিচিত মানুষের একত্রিত হওয়ার গল্পে নির্মিত হলো চলচ্চিত্র ‘জলঘড়ি’।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দ্বীপান্বিতা মার্টিন ও হাসনাত রিপন।
চলচ্চিত্রটি প্রসংগে নির্মাতা বলেন, “আমাদের গল্প পুরোপুরি বহুমাত্রিক এবং আমরা ভীষণ জোর দিয়ে বলতে চাই এরকম  গল্প আমাদের দেশে এর আগে হয়নি, শুধু গল্প নয়, নির্মাণেও আমরা গৎ বাঁধা ফর্মেশনের বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি। স্বাধীন চলচ্চিত্রের ধারায় আমাদের সমস্ত কিছু হয়েছে। আমরা সবাই মিলে একটি স্বাধীন চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছি।”
নির্মাতা জানান, চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি