এবার ফোক ফেস্টের আসর বসছে ১৪ নভেম্বর থেকে

এবারও আর্মি স্টেডিয়ামে বসছে এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 12:31 PM
Updated : 11 Sept 2019, 12:49 PM

আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জানান, ১৪-১৬ নভেম্বর

তিনদিনব্যাপী ফোক ফেস্টের পঞ্চম আসর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ভেন্যু হিসেবে বরাবরের মতো আর্মি স্টেডিয়ামই থাকছে।

বুধবার একই আয়োজক প্রতিষ্ঠানের নতুন প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজনের বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে সান ফাউন্ডেশন।

বরাবরের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।

২০১৫ সালের ১৪ নভেম্বর পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এ উৎসব ২০১৮ সাল ধারাবাহিকভাবে আয়োজন করেছে আয়োজন  প্রতিষ্ঠান।