‘দিন দি ডে'র শুটিংয়ে তুরস্ক যাচ্ছেন অনন্ত-বর্ষা, মুক্তি ডিসেম্বরে
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2019 12:14 PM BdST Updated: 11 Sep 2019 12:14 PM BdST
তুরস্কে ‘দিন দি ডে'’ চলচ্চিত্রের শেষ ভাগের শুটিং সম্পন্ন করে ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়া পরিকল্পনার কথা জানালেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল।
ইতোমধ্যে বাংলাদেশ, ইরানের চলচ্চিত্রটির আশিভাগের দৃশ্যধারণ হয়েছে; বাকি বিশ ভাগের দৃশ্যধারণে চলতি মাসের শেষের দিকে চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা তুরস্কে যাবেন। তাদের সঙ্গে আরেক অভিনয়শিল্পী সুমন ফারুকেরও থাকার কথা রয়েছে।
অনন্ত জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ ভাগের মধ্যে বেশ কয়েকটি সিক্যুয়েন্স রয়েছে। সঙ্গে দুইটি গানেরও দৃশ্যধারণ করা হবে তুরস্কে। শুটিং শেষে শিগগিরই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করব।"
তিনি আরও যোগ করেন, পোস্ট প্রোডাকশন শেষে ডিসেম্বরের মধ্যেই ছবিটি মুক্তির পরিকল্পনা আছে। তবে ইরানের টিমের সঙ্গেও বিষয়টি নিয়ে সমন্বয় করতে হবে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে আছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল।
ছবিটিতে একজন চৌকস সোয়াট সদস্যের চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- পিএসজির নতুন কোচ গালতিয়ে