‘শিল্পবোধ ও নান্দনিক চেতনা’ শীর্ষক এর উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হলো ‘শিল্পবোধ ও চেতনা’ শীর্ষক ‘ড্যান্স অ্যাপ্রিসিয়েশন কোর্স’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 12:49 PM
Updated : 9 Sept 2019, 12:49 PM

শিল্পবোধ ও নান্দনিক চেতনা শীর্ষক অ্যাপ্রিসিয়েশন কোর্সের ধারাবাহিকতায় নৃত্য বিষয়ক পাঠ ও আস্বাদনের মধ্য দিয়ে নৃত্য সমালোচনা ও লেখালেখির চর্চার প্রয়াসে রোববার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ১০ দিনব্যাপী ডান্স অ্যাপ্রিসিয়েশন কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সোমা মুমতাজ ও প্রশিক্ষক শর্মিলী বন্দোপাধ্যায়।

এছাড়াও কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন আফসার আহমেদ, ইউসুফ হাসান, ইস্রাফিল আহমেদ, ভাস্বর বন্দোপাধ্যায়, তামান্না রহমান, বেনজীর সালাম, মুনমুন আহমেদ, শামীম আরা নীপা, রাফি হোসেন ও সুদেষ্ণা সয়ং প্রভা।

উদ্বোধনী আয়োজনে উপস্তিত ছিলেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক সুশান্ত কুমার সরকার, সহকারী পরিচালক আবদুল রাকিবিল বারী, কালচারাল অফিসার আফসানা খান রুনা ও ইন্সট্রাক্টর ফিফা চাকমা।