ভারতে তিন দিনের উৎসবে বাংলাদেশের আট চলচ্চিত্র

ভারতের বহরমপুর ফিল্ম সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামানচিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 09:03 AM
Updated : 9 Sept 2019, 09:03 AM

উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্যটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্লিটজকে নিশ্চিত করেছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্ডিয়ার সহসভাপতি ও এ উৎসবের কিউরেটর প্রেমেন্দ্র মজুমদার।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্ডিয়ার উদ্যোগে প্রতিবছরই অনুষ্ঠিত হয় ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভাল’। এ উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত চলচ্চিত্রগুলো নিয়ে বহরমপুর ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামী ১৫-১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহরমপুর চলচ্চিত্র উৎসব।

এতে বাংলাদেশের চলচ্চিত্রসহ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কার মোট ২৫টি চলচ্চিত্র।

এতে বাংলাদেশ থেকে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সেঁজুতি টুসির ‘মীনালাপ’, অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’, খন্দকার সুমনের 'পৌন:পুনিক', সাকি ফারজানার ‘দ্য গ্রে লাইন’, মো. শাহরিয়ার কামালের ‘বুট পলিশ’,  জুয়েইরিযাহ মৌ’র ‘ভয়’, স্বজন মাঝির ‘পার্ট অব এন ইপিক’, নিলা নুসরাতের ‘উইদাউট মানি’, আবদুল্লাহ আল মারুফের ‘এটারনাল লাইফ’।

উৎসবটি প্রসঙ্গে প্রেমেন্দ্র মজুমদার গ্লিটজকে বলেন, “উৎসবে নির্বাচিত প্রতিটি চলচ্চিত্রই পূর্বে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রগুলোও তাই!

আশা করছি ভারতের দর্শকের কাছেও চলচ্চিত্রগুলো সমাদৃত হবে।”

তিনি জানান, বহরমপুরের ঋত্বিক সদনের আর্ট থিয়েটার কমপ্লেক্সে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।