আবারও  টিভি পর্দায় ফারুকীর ‘৫১বর্তী’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৫১বর্তী’ পুনরায় প্রচারিত হতে যাচ্ছে চ্যানেল আইতে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 08:43 AM
Updated : 9 Sept 2019, 09:20 AM

টেলিভিশন নাটক নির্মাণ করেই দর্শকনন্দিত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকীর ৫১বর্তী নাটকটি তেমনই জনপ্রিয় একটি নির্মাণ। ১৭ বছর পর টেলিভিশন পর্দায় নাটকটিকে পুনরায় উপস্থিত করছে চ্যানেল আই। তথ্যটি গ্লিটজকে জানিয়েছেন ফারুকী নিজেই।

জানা যায়, প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি প্রচারিত হতে যাচ্ছে চ্যানেলটিতে।

২০০২ সালে প্রচারিত এ নাটক দিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেন ফারুকী।

এখন এই নাটক দেখবেন নতুন দর্শক।

নতুন দর্শকদের উদ্দেশ্যে ফারুকী বলেন, “এখনকার দর্শকরা ৫১বর্তীকে তখনকার নির্মাণ মনে করে দেখলেই ভালো করবেন। যদি কেউ এখনকার সময়ের সাথে নাটকটির সংযোগ খুঁজে পায়, তো পাবে। সেতো ভালোই।”

অন্যদিকে, পুরনো দর্শকদের জন্য ফারুকীর আহ্বানটা এমন, “যারা আগে দেখেছেন তারা ঐ সময়টায় ফিরে যাবার জন্যে দেখতে পারেন। ঐ সময়ের প্রেম, ঐ সময়ের অভিমান, ঐ সময়ের স্বপ্ন, ঐ সময়ের শিহরন অনুভব করতে পারেন। ফোন দিয়ে বসতে পারেন ঐসময়ের বন্ধুকে। যেন বলতে পারেন, আমাদের যে দিন গেছে, তাকে কখনই চিরতরে চলে যেতে দিব না।”

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রহমত আলী খান, ফজলুর রহমান বাবু, অপি করিম, শ্রাবন্তী, মারজুক রাসেল, মৌটুসী বিশ্বাস, শাহেদ আলী খান প্রমূখ।