‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2019 09:19 PM BdST Updated: 01 Sep 2019 09:19 PM BdST
দেশজুড়ে ২৫ প্রেক্ষাগৃহে ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘সাপলুডু’।
ছবির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, “প্রাথমিকভাবে ২৫টি প্রেক্ষাগৃহে দেওয়ার পরে দর্শকদের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে হলসংখ্যা বাড়ানো হতে পারে।”
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল।
দোদুল বলেন, “ছবিটির টিজার, ট্রেইলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমা হল মালিকরাও চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের ভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাচ্ছেন না।”
“ধীরে ধীরে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে তারা আগ্রহী। আমার বিশ্বাস গল্প এবং তারকা-নির্ভর ছবিটি সবার ভালো লাগবে।”
উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয়েছে।
এতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খান।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল