জ্বরে পড়েছেন শাকিব খান

ডেঙ্গু নিয়ে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের জ্বরে পড়ার খবর মিলেছে। জ্বরের কারণে শুটিংয়েও যাচ্ছেন না শাকিব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 08:38 AM
Updated : 29 August 2019, 08:38 AM

সপ্তাহ খানেক ধরে জ্বরে ভোগার কথা অভিনেতা নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

তবে ডেঙ্গু জ্বর নয় বলে ভক্তদের আশ্বস্তও করেছেন তিনি।

“ডেঙ্গু জ্বর নয়, মৌসুমি জ্বর; জ্বরের সঙ্গে সর্দিও রয়েছে। জ্বর এখনও সারেনি; বাসায় বিশ্রামে আছি।

“আপাতত কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে পারিনি; সুস্থ হওয়ার পরে দেখি কবে শুটিংয়ে ফিরতে পারি।”

এবার ঈদে শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে; সেখানে বুবলীর বিপরীতে তার রসায়ন দর্শকরা ভালোভাবেই নিয়েছেন ভক্তরা।

তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘পাসওয়ার্ড ২’, ‘বীর’, ‘ফাইটার’ ও ‘প্রিয়তমা’ নামে চারটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে; একাধিক ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

নিজের প্রতিষ্ঠানের বাইরে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি; এফডিসিতে কয়েক দফা শুটিংও করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত জাহরা মিতু।  

মুক্তির তালিকায় আছে তার অভিনীত চলচ্চিত্র ‘শাহেন শাহ’। শাপলা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি আগামী ৪ অক্টোবর মুক্তি পাচ্ছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।