‘মাসুদ রানার’ খোঁজে জাজ মাল্টিমিডিয়া
গ্লিটজ প্রতিবেদক,
Published: 25 Aug 2019 03:10 AM BdST Updated: 25 Aug 2019 03:10 AM BdST
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য কেন্দ্রীয় চরিত্রের অভিনেতার খোঁজে নেমেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
চরিত্রটির জন্য ইতোমধ্যে কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসুদ রানার জন্য সম্ভাব্য তালিকায় যারা ছিলেন তাদের ইন্টারভিউ করেছি।…তালিকাটা পাঠিয়েছি পরিচালকদের কাছে। সেখান থেকে বাছাই করেই চরিত্রটির জন্য আর্টিস্ট নির্ধারণ করা হবে।”
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ের উপর উচ্চতর পড়াশোনা শেষ করে ইতোমধ্যে হলিউডে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, নির্মাতা আসিফ আকবর ও তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা।
খোকন জানান, প্রি প্রোডাকশনের পাশাপাশি ছবিটির লোকেশন দেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ‘শিগগিরই’ শুটিং শুরু হবে।
ইতোমধ্যে এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রোর্ক, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ আরও বেশ কয়েকটি হলিউডের চলচ্চিত্রের অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।
জাজ মাল্টিমিডিয়া এবার মাসুদ রানা সিরিজের তিনটি উপন্যাসের চলচ্চিত্রায়নের স্বত্ত্ব কিনে প্রথমে ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছে।
এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি বেশ ব্যবসা করেছিল।
-
১৪৫ গানের স্বত্ব বেচে দিলেন শাকিরা
-
নতুন গান নিয়ে প্রমা শেখ
-
মহামারীর সময়ে অনলাইনে ছবি মুক্তির হিড়িক
-
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
-
ফজলুর রহমান বাবুর গান ‘ভবের মায়া’
-
বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে দিব্য জ্যোতি
-
দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘এলিফ‘
-
মোশাররফ করিমের ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি
সর্বাধিক পঠিত
- রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- করোনাভাইরাস: আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
- বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- ওয়াকার দুঃখ পাওয়ায় খুশি আমির
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ