‘প্রতিটি অভিনেত্রীর স্বপ্নের চরিত্র নন্দিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘রক্তকরবী’ নির্দেশনার পাশাপাশি এর ‘নন্দিনী’ চরিত্রটিতে দীর্ঘদিন অভিনয় করছেন নূনা আফরোজ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 01:50 PM
Updated : 21 August 2019, 01:50 PM

একবছর বিরতির পর ফের মঞ্চে আসছে প্রাঙ্গনেমোর নাট্যদলের ‘রক্তকরবী’। দীর্ঘদিন ধরে নাটকটি মঞ্চে উপস্থাপন করে আসছে প্রাঙ্গনেমোর নাট্যদল। এটি দলের চতুর্থ প্রযোজনা। নূনা আফরোজের নির্দেশনায় নাটকটির ৪৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ অগাস্ট।

বাংলাদশে মহিলা সমিতি মিলনায়তনে এ দিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকটি।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন নাটকের নন্দিনী চরিত্রটি ধারণ করছেন নূনা। এখনও তার ভালোলাগার কমতি নেই চরিত্রটির প্রতি। 

নাটকটি প্রসঙ্গে মঞ্চের জনপ্রিয় এ শিল্পী বলেন, “সর্বকালের সেরা নাটক "রক্তকরবী"। নাটকে রক্তকরবীকে রবীন্দ্রনাথ নিজেই অতিক্রম করতে পারেনি বলে কখনো কখনো আমার মনে হয়।এ নাটকের নন্দিনী সর্বকালের সেরা একটি চরিত্র। প্রতিটি অভিনেত্রীর স্বপ্নের চরিত্র নন্দিনী। সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে সব সময়ই অন্য রকম একটা ভালোলাগা আমাকে গ্রাস করে। প্রতিটি প্রদর্শনীতেই নিজেকে আমি নুতন করে আবিস্কার করি।”

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, জুয়েল রানা, মনির, শুভ, শুভেচ্ছা, সীমান্ত, প্রকৃতি, সুজয়, চৈতী।